Home বিভাগীয় সংবাদ সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৭

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৭

277
0

ঢাকা: সাতক্ষীরায় জামায়াত-শিবির ও বিএনপির ২৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত  জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জামায়াতের ছয়জন শিবিরের দুইজন, বিএনপির দুইজন এবং নিয়মিত মামলার ১৭ জন আসামি রয়েছেন।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ওসি এসআই ইনামুল হক জানান, রাতে যৌথবাহিনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর থানায় ১০ জন, কলারোয়ায় দুইজন, তালায় চারজন, কালিগঞ্জে চারজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে একজন, দেবহাটায় দুইজন এবং পাটকেলঘাটায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Previous articleজামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত
Next articleকেরানীগঞ্জে ৪ হত্যা মামলায় ৪ জনের ফাঁসি