Home আঞ্চলিক সাতক্ষীরা সীমান্তে অজ্ঞাত নারীর লাশ

সাতক্ষীরা সীমান্তে অজ্ঞাত নারীর লাশ

392
0
ফাইল ছবি

 

সাতক্ষীরা: সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৬টায় বিজিবির সদস্যরা লাশ দেখে স্থানীয় পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। জানা গেছে, সীমান্তের মেইন পিলার-১৩ থেকে ১০০ গজ দূরে জিরো পয়েন্ট হতে ১৫ গজের ভেতরে লাশটি দেখতে পায় বিজিবি সদস্যরা। পরে পুলিশকে বিষয়টি জানালে তারা লাশ উদ্ধার করে। ওই নারীর নাম পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার সুবেদার কবির জানান, শুক্রবার ভোরে শাড়ি ও বোরকা পরিহিত ওই নারীর মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখা গেছে। তিনি বলেন, এই সীমান্তের দুই প্রান্তে বাংলাদেশ ও ভারতীয় এলাকায় কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি। এই হত্যা কোনো সামাজিক কারণে হতে পারে বলে মনে হয়। লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে বলে জানান বিজিবি সুবেদার।

Previous articleতনুর হত্যাকারীদের গ্রেফতারে সরকার ব্যর্থ: জামায়াত
Next articleবাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাট ‘হ্যাকিং নয়, চুরি’