Home ঢাকা সাবেক শিবির নেতা মঞ্জুর নেতৃত্বে নতুন রাজনৈতিক প্লাটফর্ম

সাবেক শিবির নেতা মঞ্জুর নেতৃত্বে নতুন রাজনৈতিক প্লাটফর্ম

1029
0

ঢাকা: জামায়াতের বহিষ্কৃত নেতা ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক প্লাটফর্মের যাত্রা শুরু করেছে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ‘জন আকাঙ্খার বাংলাদেশ’ নামে এই প্লাটফর্মের ঘোষণা দেয়া হয়।

মজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন রাজনৈতিক দল কোনো ধর্ম বা নির্দিষ্ট আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল হবে না। বরং এটা হবে জনগণের আশা আকাঙ্খা পূরণে নতুন একটি প্লাটফর্ম। দলের আদর্শ ও বিস্তারিত কর্মসূচি পরে ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন সাবেক এই জামায়াত নেতা। তবে আপাতত নিজেই এই প্লাটফর্মের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বলেও জানান মজিবুর রহমান মঞ্জু।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডভোকেট তাজুল ইসলামসহ বেশ কয়েকজন জামায়াতপন্থি পেশাজীবী সংবাদ সম্মেলনের মূল মঞ্চে উপস্থিত ছিলেন।

মূলমঞ্চে না থাকলেও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরীসহ বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক উপস্থিত থেকে তাদের বক্তব্য শুনেন।

Previous articleবাংলাদেশ ঝুঁকিতে থাকলেও হামলার কোনো আশঙ্কা নেই: মনিরুল
Next articleতিস্তা চুক্তি সই সময়ের ব্যাপার মাত্র: পররাষ্ট্রমন্ত্রী