Home আঞ্চলিক সাভারে বাসের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট নিহত

সাভারে বাসের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট নিহত

805
0

সাভার: ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাসের ধাক্কায় এস এম ইব্রাহিম (৩২) নামে সেনাবাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে মহাসড়কের ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এস এম ইব্রাহিমের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী থানায়। তিনি গোয়ালপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। সাভারের কলমা-১ এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ধামরাই থেকে বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় মানিকগঞ্জ থেকে সাভারগামী দ্রুতগামীর একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস জানান, নিহতের লাশ উদ্ধার করে ধামরাই থানায় রাখা হয়েছে। ইতোমধ্যে নিহতের পরিবার এবং তার কর্মস্থল ঢাকা ক্যান্টনমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

Previous articleকঠোর গোপনীয়তা জামায়াতের
Next articleপৌরসভা নির্বাচনে বিএনপির জয়লাভের সুযোগ নেই: হানিফ