Home রাজনীতি সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সেবায় বরাদ্দ বৃদ্ধি করতে হবে

সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সেবায় বরাদ্দ বৃদ্ধি করতে হবে

582
0

অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব হয়েছে। তবে বাজেট সংশোধনীতে হতদরিদ্র, তরুণ ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দ যেন কাটছাঁট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর জাতীয় পার্টির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শেয়ার বাজারে শৃংখলা আনতে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। বাজেটে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সেবায় বরাদ্দ বৃদ্ধি এবং কৃষিতে প্রণোদনা এবং ভর্তুকি আরো বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Previous articleবাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিবান্ধব: টিআইবি
Next articleপ্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব ও জনমুখী: এফবিসিসিআই