Home ধর্ম ও জীবন সারাদেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

সারাদেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

966
0

ঢাকা : যথাযোগ্য ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলিম উম্মাহ শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে। মুসলিম সম্প্রদায়ের জন্য এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবে পরিচিত।

ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, ওয়াজ ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন। রবিবার মাগরিবের নামাজের পর থেকেই শবে বরাতের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিভিন্ন মসজিদে শবে বরাতের তাৎপর্যের ওপর বয়ান চলছে।

Previous articleতারেক ও জোবায়দার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সম্পর্কে যা বললেন খন্দকার মাহবুব
Next articleশাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার