ঢাকা: অবশেষে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জ্বালানি সহযোগিতা চুক্তি সই হয়েছে। এর ফলে এখন থেকে এক দেশের বিদ্যুৎ সহজেই অন্য দেশ কিনতে পারবে। আজ নেপালে শীর্ষ সম্মেলনের শেষ দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে পরররাষ্ট্রমন্ত্রীরা এই চুক্তিতে সই করেন। অন্যদিকে বিকালে ৩৬ দফা সার্ক ঘোষণার মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হয়েছে। স্বাক্ষরিত ‘সার্ক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর এনার্জি কো-অপারেশন’ এ আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। যার মধ্য দিয়ে এক দেশের বিদ্যুৎ সহজেই অন্য দেশ কিনতে পারবে।
বিদায়ী চেয়ারম্যান মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুম গত বুধবার দুই দিনের কাঠমান্ডু সম্মেলন উদ্বোধন করেন। এরপর চেয়ারম্যানের দায়িত্ব নেন স্বাগতিক দেশের সরকার প্রধান সুশীল কৈরালা। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সম্মেলনে যোগ দেন।