Home আন্তর্জাতিক সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত

সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত

916
0

আন্তর্জাতিক ডেস্ক: আগামী নভেম্বরে অনুষ্ঠেয় ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। পাকিস্তানে এই সম্মেলন হওয়ার কথা ছিল। ‘বিরাজমান পরিস্থিতিতে’ ভারত এতে অংশ নিতে পারছে না বলে জানানোর প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সার্কের বর্তমান চেয়ারম্যান হিসেবে ভারত তার সিদ্ধান্তের বিষয়টি নেপালকে জানানোর পর দেশটি এই সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, গঠনতন্ত্র অনুযায়ী, কোনো একটি দেশ অংশ নিতে অপরাগতা প্রকাশ করলে স্বয়ংক্রিয়ভাবেই সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে যায়। কাশ্মিরে ভারতীয় একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

Previous articleসঠিক সাংবাদিকতার জন্য কেউ জেলে যাননি: তথ্যমন্ত্রী
Next articleসক্ষমতা সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ: সিপিডি