Home জাতীয় সালাউদ্দিন-মুজাহিদ ফাঁসি কার্যকরে কারাগারে বিশেষ বৈঠক

সালাউদ্দিন-মুজাহিদ ফাঁসি কার্যকরে কারাগারে বিশেষ বৈঠক

696
0

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকরে কারাগারে বিশেষ জরুরি বৈঠক করেছেন আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। কারাসূত্র এ খবর নিশ্চিত করেছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খানের সঙ্গে বৈঠক করেছিলেন আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

শুক্রবার দুপুরে সচিবালয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১১টা ৩৫ মিনিটে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকের কথা গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ধারণা করা হচ্ছে, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের আইনি আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা করেছেন তারা।

উল্লেখ্য, গত বুধবার মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন নিষ্পত্তি করে তাদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।

গতকাল বৃহস্পতিবার সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়। আইনি সব বিষয়ের নিষ্পত্তি হয়ে যাওয়ায় এখন তাদের শুধু রাষ্ট্রপতির কাছে ফাঁসির দণ্ডাদেশ মওকুফ চাওয়ার সুযোগই বাকি আছে।

Previous articleযুক্তরাষ্ট্র জিএসপি বন্ধ করলেও দেশের কোনো ক্ষতি হয়নি: বাণিজ্যমন্ত্রী
Next articleদিরাই-মদনপুর সড়কে চালকের হাত থেকে বাঁচতে চলন্ত গাড়ী থেকে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর মৃত্যু