ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ও তার দুই সন্তান। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে তারা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। দীর্ঘ এক ঘণ্টা বৈঠক শেষে তারা রাত ৯টার দিকে কার্যালয় থেকে বের হন। কার্যালয়ের সামনে হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সালাহউদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
হাসিনা আহমেদ আরও বলেন, আমি জানতে চাই আমার স্বামী কোথায় আছেন? সুস্থ অবস্থায় তাকে ছেলে-মেয়ের কাছে ফিরিয়ে দেয়া হোক, এটাই আমার আবেদন। এসময় সালাহউদ্দিন আহমেদের ছোট ছেলে সৈয়দ ইউসুফ আহমেদ, ছোট মেয়ে ফারিবা আহমেদ রাইদা ও ভাবী শামীম আরা উপস্থিত ছিলেন।