Home জাতীয় সালাহউদ্দিনের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট

সালাহউদ্দিনের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট

756
0

Salah Uddin Ahmed
ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আদালতে সশরীরে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদেরকে এই রিটে বিবাদী করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বাদীর পক্ষে আদালতে শুনানি করবেন বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকের কয়েকজন লোক সালাহউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায়।

Previous articleখালেদার গ্রেফতারি পরোয়ানা স্থগিতের শুনানি ফের পেছালো
Next articleমাহমুদুর রহমান মান্নার জামিন নামঞ্জুর