Home বিনোদন সাহসী কারিনা কাপুর

সাহসী কারিনা কাপুর

1455
0

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনয় তো বটেই, ফ্যাশন সেন্সেও শিরোনামে থাকেন। প্রেগন্যান্সি পিরিয়ডেও বেবি বাম্প নিয়ে স্টাইল স্টেটমেন্ট মেনটেন করেছেন নায়িকা। তার পরের ছবি ‘বীরে দি ওয়েডিং’-এর শুটিং শুরুর আগে ওয়ার্কআউট করছেন নিয়ম করে। তার প্রমাণও মিলল। সম্প্রতি মালয়েশিয়ায় কালো ও সোনালি গাউনে সেজে একটি দোকানের উদ্বোধনে হাজির হয়েছিলেন তিনি। ডিজাইনার অফ শোল্ডার গাউনে বেবোকে সাজিয়েছিলেন স্টাইলিস্ট মোহিত রাই। সঙ্গে ছিল মানানসই ‘গেহেনা’র গয়না। কারিনার সাজ পোশাক সবসময়ই আলাদা ভাবে নজর টানে। তৈমুর হওয়ার পরও একই ভাবে নিজেকে মেনটেন করেছেন তিনি। জানা গেছে, মালয়েশিয়ায় ওই অনুষ্ঠানে অনুরাগীরা ঘিরে ধরেন কারিনাকে। তার পরবর্তী ছবি নিয়ে প্রশ্ন তো ছিলই। কিন্তু তৈমুরের বিষয়ে জানতে অনেক বেশি উত্সাহী সকলে। কীভাবে কারিনা নিজেকে মেনটেন করেন তাও জানতে চেয়েছেন অনেকেই। হাসিমুখে সব প্রশ্ন সামলালেও তৈমুরকে নিয়ে বিশেষ কিছু বলেননি এ নায়িকা।

Previous articleনিরাপদ পানি ও স্যানিটেশনে বাংলাদেশ এখন রোল মডেল: খন্দকার মোশাররফ
Next articleসরকারের মাঝে হতাশা আতঙ্ক তৈরি হয়েছে: রিজভী