Home রাজনীতি সিইসির নির্দেশেই ৩০শে ডিসেম্বর ব্যালট বাক্স ভরা হয়

সিইসির নির্দেশেই ৩০শে ডিসেম্বর ব্যালট বাক্স ভরা হয়

573
0

স্টাফ রিপোর্টার: সিইসির বক্তব্যই প্রমাণ করে ৩০শে ডিসেম্বরের নির্বাচনে তার নির্দেশেই ব্যালট বাক্স ভরা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী আহমেদ বলেন, প্যান্ডোরার বাক্স থেকে এখন আসল ঘটনাগুলো বের হতে শুরু করেছে। থলের বিড়ালকে আর বেশিদিন আটকে রাখতে পারলেন না প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আসলে সত্যকে ঢেকে রাখলেও তাতে লাভ হয় না। সত্য কুহেলিকার আচ্ছাদন ভেদ করে বের হবেই। মিডনাইট নির্বাচনে আসল সত্যটি এখন সিইসি মুখ ফসকেই বলে ফেলেছেন। জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া দস্যুতারই নামান্তর।

Previous articleভারতের সেনাসদস্যকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল জঙ্গিরা
Next articleডাকসু নির্বাচনে ইতিহাস গড়ার কথা জানালেন নুরু