Home আন্তর্জাতিক সিরিয় শরণার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ

সিরিয় শরণার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ

434
0

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, সিরিয়া থেকে পালিয়ে আসা শরণার্থীর সংখ্যা ৪০ লাখ অতিক্রম করেছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সহিংস পরিস্থিতি থেকে পালিয়ে দেশটির অধিকাংশ নাগরিক আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশ জর্ডান, লেবানন এবং তুরস্কে।

ইরাকে নতুন করে সহিংসতা সত্ত্বেও কিছু মানুষ সেখানে পালিয়ে গেছে। সিরিয়ার অভ্যন্তরেই ৭০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা’র মতে, গত কয়েক দশকে এটাই সবচেয়ে বড় শরণার্থী সংকট।

সূত্র: বিবিসি

Previous articleরাজনৈতিক-সামাজিক  সন্ত্রাসে প্রবৃদ্ধি কমছে: অর্থমন্ত্রী
Next articleআখাউড়ায় গণধর্ষণের শিকার কিশোরী