Home আঞ্চলিক সিলেটের শ্রেষ্ঠ অধ্যক্ষকে জগন্নাথপুরে সংবর্ধনা প্রদান

সিলেটের শ্রেষ্ঠ অধ্যক্ষকে জগন্নাথপুরে সংবর্ধনা প্রদান

726
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ গবেষক হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ সিলেট বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সৈয়দপুর বাজারে সিলেটের ল কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমদের সভাপতিত্বে ও মল্লিক আবিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর ড. রইছ উদ্দিন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়া, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস, অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সৈয়দ আবুল কাশেম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগের সভাপতি সৈয়দ লাল মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, শিক্ষক সৈয়দ হুসবান্নুর, মাওলানা মখছুছুল করিম, প্রভাষক মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা সৈয়দ তৈফুর রহমান, সমাজকর্মী সৈয়দ শেফুল আমিন, সৈয়দ হিলাল আহমদ, সৈয়দ মাসুম হাসান, সুজেল খা, রাসেল মিয়া, সৈয়দ আহমদ হোসেন তানিন, সুবের খা, সৈয়দ জাবের আহমদ, সৈয়দ মারুফ আহমদ প্রমূখ। এ সময় এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

Previous articleবার কাউন্সিল পরীক্ষা ২ জুন
Next articleসুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন নিয়ে আইনশৃংখলা সভা অনুষ্ঠিত