Home বিভাগীয় সংবাদ সিলেটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট 

সিলেটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট 

976
0

 

সিলেট: সিলেটে অনির্দিষ্টকালের দূরপাল্লার বাস ধর্মঘট চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। গতকাল বুধবার সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার সাতমাইল এলাকায় সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এর প্রতিবাদে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিলেটে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সিলেটের কদমতলী টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বাস না পেয়ে টার্মিনালে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।

Previous articleজাতিসংঘে ভাষণ: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
Next articleবিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত