Home বিভাগীয় সংবাদ সিলেটে জঙ্গি আস্তানা ঘিরে অভিযান চলছে

সিলেটে জঙ্গি আস্তানা ঘিরে অভিযান চলছে

422
0

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির পাঠানপাড়া এলাকার একটি ভবনে শুক্রবার জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জঙ্গিরা অবস্থান করছে, এ সন্দেহে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে পাঠানপাড়া এলাকার ওস্তারমিয়া ভবনে অভিযানে নামে আইনশৃঙ্খলাবাহিনী। রাতভর বাড়িটি ঘিরে রাখে তারা। সকাল সাড়ে সাতটার দিকে ভেতর থেকে একটি গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। পরে ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। পুলিশ আশপাশের ভবনের ছাদে ওঠে সতর্ক অবস্থানে রয়েছে।
সকালে ওই ভবনের ২০-২৫ জন বাসিন্দাকে বের করে আনে আইনশৃঙ্খলাবাহিনী। বাকি পরিবারগুলোকে ভেতর থেকে দরজা-জানালা বন্ধ করে নিরাপদে অবস্থান করতে বলেছে পুলিশ।
আশপাশের ভবনের বাসিন্দাদেরও মাইকিং করে নিরাপদে থাকতে বলা হয়েছে। এলাকার বিদ্যুৎ ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভবনের নিচতলায় সন্দেহভাজন শীর্ষ জঙ্গি অবস্থান করছে বলে ধারণা পুলিশের। ঢাকা ও চট্টগ্রামে গ্রেপ্তার জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে বলেও জানা গেছে।

Previous articleসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
Next articleজঙ্গি সংগঠনের সঙ্গে বিএনপির যোগসূত্র রয়েছে: হানিফ