Home বিনোদন সিলেটে ‘নদীর বুকে চাঁদ’

সিলেটে ‘নদীর বুকে চাঁদ’

858
0

বিনোদন ডেস্ক: জনপ্রিয় নায়ক সাইমন সাদিক ও নায়িকা পরী মণির ‘নদীর বুকে চাঁদ’ ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। গতকাল তারা সিলেটে পৌঁছেছেন। ছবিটি পরিচালনা করেছেন শওকত। সিলেটের জাফলংয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এ ছবির শুটিং। চাঁদ ও নদী নামে দু’জন ছেলেমেয়েকে নিয়েই ‘নদীর বুকে চাঁদ’ ছবির গল্প। তারা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েন। একটা সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাইমন সাদিক বলেন, ”জাফলং-এ ২০ আগস্ট পর্যন্ত এ ছবির কাজ করবো। এরপর ঢাকায় বাকি অংশের কাজ হবে। নির্মাতা বেশ যত্ন নিয়েই ছবিটি তৈরি করছেন। থাকছে সুন্দর কিছু গান। যা দর্শকদের মনে ধরবে আশা করি।”

এদিকে শুটিংয়ের জাবার দিন পরী মণি ঝর্ণার স্বচ্ছ পানিতে নায়ক সাইমন সাদিক ও তার একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করেছেন। এটি আগের লটের তোলা নদীর বুকে চাঁদ ছবির স্টিল। রোমান্সরত ছবিটি শেয়ার করার পর থেকেই আলোচনা চলছে।

Previous article১৮ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট
Next articleকোম্পানিগন্জ্ঞে ইউনাইটেড সোস্যাল ডেভেলপমেন্ট এর কৃতি শিক্ষার্থিদের সংবধর্না প্রদান