Home বিভাগীয় সংবাদ সিলেটে প্রথম করোনায় আক্রান্ত হলেন এক চিকিৎসক

সিলেটে প্রথম করোনায় আক্রান্ত হলেন এক চিকিৎসক

2095
0

সিলেট এতদিন নিরাপদ থাকলেও এবার করোনায় আক্রান্ত হলেন এক চিকিৎসক। বিষয়টি নিশ্চিত হলেও এই মুহুর্তে আক্রান্ত চিকিৎসকের নাম প্রকাশ করা হচ্ছেনা। তবে, আক্রান্তকারী ডাক্তার এবং ওই পরিবারকে সাথে সাথেই লক ডাউনে রাখা হয়েছে।
রবিবার ঢাকা থেকে ওই ডাক্তারের পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর পরই ডাক্তারসহ পরিবারকে লাকডাউন ঘোষণা করা হয়। বিষয়টি সিলেটের জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে জানানো হয়েছে।

Previous articleকরোনায় ইরানেও মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০৫১
Next article‘দেশে পরিপূর্ণ লকডাউন’ চান মির্জা ফখরুল