Home রাজনীতি সিলেটে বিএনপি’র সমাবেশে ককটেল বিস্ফোরণ

সিলেটে বিএনপি’র সমাবেশে ককটেল বিস্ফোরণ

468
0

আব্দুল আলিম: সিলেট নগরীর কোর্টপয়েন্টে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আকস্মিক এ বিস্ফোরণে সমাবেশে উত্তেজনা সৃষ্টি হয়। নেতাকর্মীরা একের পর এক স্লোগান দিতে থাকে। বিস্ফোরণের ঘটনা হতাহতের ঘটনা না ঘটেনি। এসময় আশপাশের দোকানপাটও বন্ধ করে দেয়া হয়। এদিকে, কোতোয়ালী থানার ওসি আক্তারুজ্জামানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সমাবেশস্থলে অবস্থান নিয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি এডভোকেট নূরুল হকের সভাপতিত্বে সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী,সাবেক এমপি দিলদার সেলিম, এডভোকেট আব্দুল গাফ্ফার, মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, নাসিম হোসাইন, আলী আহমদ, এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

Previous articleগোপন কথা বলে দিয়েছেন এইচটি ইমাম সাহেব: বি চৌধুরী
Next articleজিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, টাইগারদের ইতিহাস সৃষ্টি