Home বিভাগীয় সংবাদ সিলেটে রাগীব আলীর ছেলেকে আটক করেছে পুলিশ

সিলেটে রাগীব আলীর ছেলেকে আটক করেছে পুলিশ

914
0

সিলেট: সিলেট খেকে বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীর ছেলে আবদুল হাইকে আটক করেছে পুলিশ। জকিগঞ্জ সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান বিষয়টি বলেন, বেলা একটার দিকে তাকে আটক করা হয়েছে। দেশে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এর আগে গত ১৩ আগস্ট সপরিবারে ভারতে পালিয়ে যান বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী। গ্রেফতার এড়াতে পরিবারের ৪ সদস্যসহ ভারতে পালিয়ে যান সিলেটের বিতর্কিত এই ব্যবসায়ী ও নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা। গ্রেফতারি পরোয়ানা জারির পরই তিনি পালিয়ে যান।
প্রসঙ্গত, ৪২২ দশমিক ৯৬ একর জায়গায় গড়ে ওঠা তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী। গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের আপিল বিভাগের এক বেঞ্চ তারাপুর চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। রায় বাস্তবায়ন করতে সিলেটের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। ১৫ মে চা বাগানের বিভিন্ন স্থাপনা ছাড়া ৩২৩ একর ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেয় জেলা প্রশাসন।

Previous articleমোনায়েম খানের বাড়িতে হবে হাসপাতাল: আনিসুল হক
Next articleহিন্দুদের ওপর আক্রমণ ও দেবালয় ভাঙচুরের জন্য দায়ী আওয়ামী লীগ: রিজভী