Home আঞ্চলিক সিলেটে স্ত্রীকে জবাই করে স্বামীর আত্মসমর্পণ

সিলেটে স্ত্রীকে জবাই করে স্বামীর আত্মসমর্পণ

410
0

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক সন্তানের জননী আমিরুন্নেছাকে (২৫) জবাই করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তার স্বামী আলমগীর হোসেন।
শুক্রবার (১৭ মার্চ) ভোররাতে সীমান্তবর্তী উপজেলাটির রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়ার হাওর মধ্যপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনা বেগম বলেন, পারিবারিক কলহের জেরে রাতে ঘুমের মধ্যে স্ত্রী আমিরুন্নেছাকে গলা কেটে হত্যা করেন আলমগীর। তাদের একাটি কন্যা সন্তান রয়েছে।
হত্যাকাণ্ডের পর ঘাতক স্বামী আলমগীর নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্ত্রী হত্যার বর্ণনা দেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আলমগীর আত্মসমর্পণ করেননি। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি বলেন, দিনের আলোয় সুরতহাল প্রতিবেদন করতে হয়। ঘটনাস্থল থানা থেকে অনেক দূরে থাকায় মরদেহ উদ্ধারে বিলম্ব হচ্ছে।

Previous articleবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Next articleবিএনপি জঙ্গিবাদ নিয়ে রাজনীতি করছে আর তাদের মদদ দিচ্ছে: ওবায়দুল কাদের