Home আঞ্চলিক সিলেটে ৭ বস্তা চকলেট বোমা উদ্ধার: আটক ২

সিলেটে ৭ বস্তা চকলেট বোমা উদ্ধার: আটক ২

635
0

সিলেট: সিলেটে দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৭ বস্তা চকলেট বোমা উদ্ধার করেছে পুলিশ। এ সময় এগুলো বহনকারী বলাই মিয়া ও সিএনজি চালিতঅটোরিকশা চালক তাজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। রোববার রাত সোয়া ১০টার দিকে সিলেট-গোলাপগঞ্জ সড়কের বাইপাস পয়েন্টে এগুলো উদ্ধার করা হয়। আটককৃত তাজরুল ইসলামের বাড়ি সিলেটের শাহপরাণ ও বালাই মিয়ার বাড়ি জকিগঞ্জে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, দক্ষিণ সুরমা শ্রীরামপুরে চেকপোস্ট বসিয়ে গাড়ী তল্লাশি করা হচ্ছিল। এসময় জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকাশায় তল্লাশি চালিয়ে ৭ বস্তা চকলেট বোমা উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

Previous articleর‍্যাব পরিচয়ে ব্যবসায়ী অপহরণ: কেরানীগঞ্জ থেকে উদ্ধার, আটক ২
Next articleকন্যা সন্তানের বাবা হলেন সাকিব