Home বিভাগীয় সংবাদ সিলেট অনলাইন প্রেসক্লাবে মহানগর ছাত্রলীগ সভাপতি

সিলেট অনলাইন প্রেসক্লাবে মহানগর ছাত্রলীগ সভাপতি

1032
0

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান বলেছেন, বর্তমান সরকার মিডিয়া বান্ধব সরকার। আওয়ামীলীগ সরকার গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চত করেছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আগামী সময়ই হচ্ছে অনলাইনের। তাই অনলাইন গণমাধ্যম ডিজিটাল বাংলাদেশের সহায়ক শক্তি। তিনি বুধবার সন্ধায় সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শনে আসলে ক্লাব নের্তৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি কবি মুহিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে.এ রহিম, কর্যকরি পরিষদ সদস্য ও ওজাস সভাপতি আব্দুল মুহিত দিদার, সিলেটের কন্ঠ ডটকম’র সম্পাদক জাবেদ আহমদ প্রমূখ।
সভাপতির বক্তব্যে কবি মুহিত চৌধুরী বলেন, অবাধ তথ্য-প্রযুক্তির এই যুগে মিডিয়ায়ও অনেক পরিবর্তন এসেছে। এখন আর কোন সংবাদের জন্য ২৪ঘন্টা অপেক্ষা করতে হয়না। যখনই কোন ঘটনা ঘটে সাথে সাথেই তা অনলাইন নিউজপোর্টালে চলে আসে। মানুষ এখন অনেক সহজেই হাতের নাগালে নিউজ পেয়ে যাচ্ছে। দেশ যেভাবে ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে অনলাইন নিউজপোর্টালও এর সহযোগী হিসেবে কাজ করছে।

Previous articleরামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে ২১ মার্চ দেশব্যাপী হরতাল
Next articleপাকিস্তানের কাছে হার বাংলাদেশের