Home রাজনীতি সিলেট আলীয়া মাঠের জনসভা জনসমুদ্রে পরিণত হবে

সিলেট আলীয়া মাঠের জনসভা জনসমুদ্রে পরিণত হবে

623
0

সিলেট: আগামীকাল বৃহস্পতিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকালে সিলেট আলীয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। ওই জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন সিলেট আওয়ামী লীগের নেতারা। বুধবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে এমন আশার কথা জানান তারা।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বলেন, বিগত ৭ বছর আওয়ামী লীগ সরকার সারা দেশের ন্যায় সিলেটে বাপক উন্নয়ন করেছে। বর্তমানেও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
আগামীকালের আলীয়া মাঠের জনসভা সম্পের্কে আওয়ামী লীগ নেতারা বলেন, ওই জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। তাঁর বক্তব্য শুনতে সিলেটের চারটি জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সাধারণ মানুষ জনসভায় উপস্থিত হবেন। ওই জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামছুল ইসলাম প্রমুখ।

Previous articleবাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনে যুক্তরাজ্যের উদ্বেগ
Next articleকল্যাণপুরে পুলিশ-বস্তিবাসীর সংঘর্ষ, উত্তেজনা