Home বিভাগীয় সংবাদ সিলেট ওসমানী বিমানবন্দরে ১৬ পিস স্বর্ণের বার উদ্ধার

সিলেট ওসমানী বিমানবন্দরে ১৬ পিস স্বর্ণের বার উদ্ধার

932
0

সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি- ০৫২) জনৈক যাত্রী স্বর্ণের চালানটি নিয়ে আসেন।
জানা যায়, বিমান বন্দরের কাস্টমস কর্নারে পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ১৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়। কাস্টমস কর্মকর্তারা স্বর্ণগুলো জব্দ করে। বিমানবন্দর কাস্টমস সূত্র এমন তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Previous articleসংলাপের মাধ্যমে ‘আস্থাশীল ইসি’ গঠন করবেন রাষ্ট্রপতি: বিএনপি
Next articleবাংলাদেশ উন্নয়নের রোল মডেল: খাদ্যমন্ত্রী