Home বিশেষ সংবাদ সিলেট ক্যমাব্রিয়ান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত

সিলেট ক্যমাব্রিয়ান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত

804
0

scc no1নিজস্ব প্রতিবেদক: নগরীর সুবিদ বাজারে অবস্থিত ডিজিটাল ক্যাম্পাস ‘সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ’ এর ২০১৬/১৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ রবিবার সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

scc no2scc no2এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী’র সভাপতিত্বে ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জসিম উদ্দিন ও বেলাল আহমদেও যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী তোফায়েল আহমদ চৌধুরী।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাহেদা আক্তার রুমির পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক খয়রুন নেছা চৌধুরী নাজ, হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মাহফুজুর রহমান, একাডেমিক কো-অর্ডিনেটর ও বাংলা বিভাগের প্রভাষক মির্জা বশির আহমদ, পদার্থ বিভাগের প্রভাষক মিশন দত্ত, ইংরেজী বিভাগের প্রভাষক শামিমা আক্তার নিপু, আইসিটি বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক আয়শা জামিলা, প্রভাষক তামান্না জাহান, প্রভাষক তোফায়েল আহমদ, প্রভাষক সাদেকা চৌধুরী, প্রভাষক মাহবুবা আক্তার,  অফিস এক্সিকিউটিব মারজান চৌধুরী। ছাত্র/ছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়সল আহমদ আল আমিন, মাহবুবুল আলম জায়েদ, জমশের আলী ওয়াফী, একাদশ শ্রেণির শিক্ষার্থী তোফায়েল আহমদ সজিব, হোসাইন আহমদ আহসান, ইসরাত জাহান শতাব্দী প্রমূখ। পরে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পল্লবী দেবনাথ, ফাহিমা আক্তার, তানজিনা ও মিনহাজুর রহমান আলভী’র গানে গানে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Previous articleসিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ আগামীকাল রবিবার
Next articleসিলেট তারাপুরের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে রাস্তায় অবস্থান