সিলেট রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত মামলায় সিলেট জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে বিএনপি নেতা কামরুল হাসান শাহীন সহ মিথ্যা মামলায় কারান্তরীন সকল দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
বুধবার বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন- বর্তমান শাসকগোষ্ঠীর দুঃশাসনে দেশের মানুষ আজ বাকরুদ্ধ। অজানা আতংক ও নির্যাতন নিপীড়নে দেশবাসী এখন সর্বদায় ভীত-সন্ত্রস্থ। ক্ষমতাসীন গোষ্ঠীর বুঝতে বাকী নেই যে, দেশে তাদের কোন জনপ্রিয়তা নেই। এই উপলব্দি থেকেই নিজেদের অস্তিত্ব ঠিকিয়ে রাখতে বিরোধী দল সহ সাধারন মানুষের উপর নির্যাতন-নিপীড়ন চালাতে গিয়ে এখন গণ দুশমনে পরিনত হয়েছে। জনগনের অমোঘ শক্তির ভয়ে বিএনপির মত একটা বৃহৎ রাজনৈতিক দলকে শান্তিপুর্ন সভা-সমাবেশেরও অনুমতি দেয়া হচ্ছেনা। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ এবং প্রতিবাদী হয়ে উঠছে। ঠিক তখন জনদৃষ্টিকে অন্যত্র সরিয়ে দেয়ার জন্য সরকার নানা ধরনের ছল-চাতুরীর আশ্রয় গ্রহন করছে। দেশ এখন দুঃশাসনের শৃঙ্খলে আবদ্ধ। সারাদেশের মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে দেয়া হয়েছে। আজ সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কামরুল হাসান শাহীনকে কারাগারে প্রেরন সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। আমি অবিলম্বে কামরুল হাসান শাহীনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবী করছি।
Home বিভাগীয় সংবাদ সিলেট জেলা বিএনপি নেতা শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন: মির্জা ফখরুলের...