Home সর্বশেষ সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম মুফতী আবুল কালাম জাকারিয়া‘র ইন্তেকাল

সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম মুফতী আবুল কালাম জাকারিয়া‘র ইন্তেকাল

928
0

সিলেট:

সিলেটের জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ মাদরাসার মুহতামিম, মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার বিকেল ৫ টার দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন বলে জানা যায়।

মুফতি আবুল কালাম যাকারিয়া দাওয়াতুল হক বাংলাদেশের সিলেট জেলার আমীর ছিলেন। তিনি দাওয়াতুল হকের আমির ও গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমূদুল হাসান এর অন্যতম খলিফা।

সিলেটের খ্যাতিমান এ আলেমে দীনের ইন্তেকালে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, মুফতি আবুল কালাম জাকারিয়ার জন্ম সুনামগঞ্জ জেলায়। পড়ালেখা করেন দরগাহ মাদরাসায়। সিলেট শাহজালাল রহ. দরগাহ মসজিদ ও আম্ভরখানা জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল হক শায়খে গাজিনগরী রহ. এর জামাতা। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ বক্ত রেখে গেছেন।

মুফতি আবুল কালাম জাকারিয়ার নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট আলিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।

 

Previous articleডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে: ঢাবি ভিসি
Next articleসুনামগঞ্জের ৯ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী যারা