সিলেট: গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে দেশব্যাপী চলমান অবরোধের সমর্থনে শুক্রবার বেলা ২টায় সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি কদমতলী পয়েন্ট থেকে শুরু হয়ে শাহজালাল সেতুর নীচে গিয়ে শেষ হয়।
কদমতলী পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতালোভী শেখ হাসিনবা তার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে সর্বশেষ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার কর্তৃক জুলুম-নির্যাতনের মাত্রা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। যেহেতু গ্রেফতার নির্যাতনের ভয় উপেক্ষা করে গণতন্ত্রকামী জনতা আন্দোলন অব্যাহত রেখেছে, সেহেতু অচিরেই শেখ হাসিনার পতন ঘণ্টা বেজে উঠবে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতা তৌহিদ খান, জগলুল আহমদ, ফাহিম রহমান, তরিকুল ইসলাম, শামসুদ্দীন, জাকির আলম, আব্দুল আলী, হারুনুর রহমান জনি, এম.এ.রহমান, সাইদুল আলম, এম. সোয়েব আহমদ, ফাহাদ মাহফুজ চৌধুরী, ফয়ছল মাহমুদ, সাইফুল আলম জয়, ইকবাল মাহমুদ প্রমুখ।