Home বিভাগীয় সংবাদ সিলেট নগরী থেকে সাংবাদিক নিখোঁজ

সিলেট নগরী থেকে সাংবাদিক নিখোঁজ

795
0
স্টাফ রিপোর্টার: সিলেট নগরী থেকে সাংবাদিক নিখোঁজের ঘটনা ঘটেছে। সজ্জন ও সদালাপি গণমাধ্যমকর্মী দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার মোঃ ইসলাম উদ্দিনকে খোঁজে পাওয়া যাচ্ছেনা।
তার কর্মস্থল দৈনিক সিলেটের ডাক সূত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় সন্ধ্যা ৭.৩০ ঘটিকার দিকে নগরীর লামাপাড়াস্থ বাসা থেকে পত্রিকা অফিসে যাওয়ার জন্যে বের হন সাংবাদিক মোঃ ইসলাম উদ্দিন। ৮.০০ টায় পত্রিকা অফিসে পৌছার কথা থাকলেও ৯.০০টা পর্যন্ত না পৌছায় দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সেলফোনে থাকে কল করেন। কিন্তু মোবাইল ফোন বন্ধ পেয়ে বাসার নাম্বারে  কল করলে তার মা জানান তিনি পত্রিকা অফিসে চলে গেছেন।
উদ্বেগ উৎকণ্ঠায় পরে তার মা-বাবা পত্রিকা অফিস এবং আত্মীয় স্বজনরা বিভিন্ন মিডিয়ায় বিষয়টি জানানোর চেস্টা করেন। থানায় খোজঁ নিয়েও তার কোন খবর পাওয়া যায়নি। এই রিপোর্ট লিখা পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপির কোতওয়ালী থানায় কল করলে অফিসার ইনচার্জ এই বিষয়ে কোন তথ্য তাদের কাছে নেই বলে সাফ জানিয়ে দেন।
Previous articleখালেদার মুখে রামপাল প্রকল্পের বিরোধিতা ‘কমেডি’ ছাড়া আর কী: হানিফ
Next articleনিখোঁজের একদিন পর সাংবাদিক ইসলাম উদ্দিন গ্রেফতার