Home আঞ্চলিক সিলেট-সুনামগঞ্জ সড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত

সিলেট-সুনামগঞ্জ সড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত

1030
0

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলাবাজার এলাকায় বাসের ধাক্কায় নুরি মিয়া (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরি মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে নুরি মিয়া পাগলাবাজার এলাকায় রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Previous articleবিয়েবাড়িতে কান্না: সড়ক দুর্ঘটনায় বর ও তার বাবা-চাচাসহ নিহত ৮
Next articleসবসময় বাতাস একদিকে প্রবাহিত হয় না, মাঝে মাঝে বাতাসের গতি বদলায় !