ঢাকা: পুরান ঢাকার হোসেইনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হামলার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। ফুটেজ দেখে দোষীদের দ্রুত খুঁজে বের করা হবে। শনিবার সকালে দৈনিক প্রথম আলোকে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাতে কোনো ধরনের মিছিল না করার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা ছিল। তারপরেও রাতে মিছিল বের করা হয়। কীভাবে এই হামলা হলো ও কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। দ্রুত জড়িতদের খুঁজে বের করা হবে। রাতের ওই হামলার ঘটনায় একজন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন বলে জানান তিনি।
আসাদুজ্জামান খান বলেন, আনুষ্ঠানিক কোনো বৈঠকে না বসলেও প্রধানমন্ত্রীর কার্যালয় পুলিশ সদর দপ্তরকে টেলিফোনে সব রকমের নির্দেশনা দিয়েছে। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পুরান ঢাকার হোসেইনী দালানের সামনে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে এক কিশোর নিহত এবং শতাধিক লোক আহত হন।