Home বিভাগীয় সংবাদ সীতাকুণ্ডে পাহাড় ধসে মা-ছেলে নিহত

সীতাকুণ্ডে পাহাড় ধসে মা-ছেলে নিহত

611
0

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে পাাহাড় ধসে মা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন, কাজল বেগম (৫০), তার ছেলে বেলাল (১০)। এতে আহত হয়েছেন কাজলের স্বামী রফিক। শনিবার সকালে ছলিমপুর ইউনিয়নে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা এর সত্যতা স্বীকার করে জানান, বৃষ্টিপাতের কারণে এ ঘটনা ঘটেছে।

Previous articleউপকূলে রোয়ানু’র আঘাতে শিশুসহ নিহত ৮
Next articleরূপের সৌন্দর্য বহিঃপ্রকাশে চোখ