Home বিভাগীয় সংবাদ সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত ত্রাণ বরাদ্ধের দাবিতে সিলেট মানববন্ধন অনুষ্ঠিত

সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত ত্রাণ বরাদ্ধের দাবিতে সিলেট মানববন্ধন অনুষ্ঠিত

440
0

সিলেট: এস.এ.ও ফাউন্ডেশনের সহযোগিতায় ও সুনামগঞ্জ সোসাইটি সিলেট কতৃক আয়োজিত ‘সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের স্থায়ী সমাধান ও সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত ত্রাণ বরাদ্ধের দাবিতে’ সিলেটস্থ সুনামগঞ্জ বাসী’সহ সিলেটের সর্বসাধারনের উপস্থিতিতে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বৃহস্পতিবার বিকাল ৩.০০টায় ‘এস.এ.ও ফাউন্ডেশন ও সুনামগঞ্জ সোসাইটি সিলেট’এর চেয়ারম্যান অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী’র সভাপতিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সোসাইটি সিলেটের সদস্য প্রভাষক মাবরুর আহমদ সাজু ও অনিছুল হক চৌধুরী মুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
বক্তারা বলেন, সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের স্থায়ী সমাধান ও সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত ত্রাণ বরাদ্ধ করে কৃষকদের পাশে দাড়াতে হবে। বাজেটে সুনামগঞ্জের জন্য বিশেষ বরাদ্ধ এবং কৃষকদের ঋণ মওকুফ করতে হবে। বক্তারা আরো বলেন, হাওর রক্ষা বাধের দূর্নীতিবাদ পাউবো কর্মকর্তা ও পিওআইসি সহ সংশ্লিষ্ট ঠিকাদারদের বিচারের আওতায় এনে কৃষকদেও ক্ষতিপূরণ আদায় করতে হবে।
উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, মানবাধিকার কমিশনের সদস্য রোটারিয়ান শাহ আলম, এস.এ.ও ফাউন্ডেশনের দক্ষিণ সুনামগঞ্জ উইং কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম, কবি আজমল, সুনামগঞ্জ ইউথ ফোরাম সিলেটের সেক্রেটারী এমজেএইচ জামিল, কবি মিনহাজ ফয়সল, ছাত্রলীগ নেতা মৃন্ময় দাস ঝুটন, লিংকন রায়, ছাত্রদল নেতা হোসাইন আহমদ, জমিয়ত নেতা মাওলানা ফয়জ আহমদ, হুমায়ুন রশিদ, নাসিমুল ইসলাম, মামুনুর রশিদ, এনামুল হক প্রমূখ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মলয় সরকার, জাহিনুল ইসলাম, মাহবুবুল আলম সুমন, সারোয়ার আহমদ, জীবন আহমদ, ছড়াকার আকরাম সাবিত, মন্জু আহমদ, মাহমুদ হাসান, ইমামুল হক, মিনহাজুর রহমান আলভী, ডালিম মিয়া, দিলওয়ার হুসেন সহ আরও অনেকে।

Previous articleপ্রশ্নপত্র আনা-নেওয়ার সময় কালো কাচের গাড়ি ব্যবহার করা যাবে না: শিক্ষামন্ত্রী
Next articleজগন্নাথপুরকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন