
সুনামগঞ্জ: হাজারো শোকার্ত মানুষের অংশগ্রহণে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযা। বুধবার দুপুর ২টায় শহরের ষোলঘর কলোনী মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
জেলা জামায়াতের সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ ও সহকারি সেক্রেটারি মাওলানা আবু হানিফ নোমানের যৌথ পরিচালনায় জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট অঞ্চল টীমের সদস্য মো: হাতিমুর রহমান, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন, জেলা অফিস সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুছ, জেলা শিবির সভাপতি হাফেজ জাকির হোসেন, পৌর আমীর মো. নূরুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা আমীর অ্যাডভোকেট আবুল বাশার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, বিএনপি নেতা ও গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়া, ২০ দলীয় জোটের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ।