Home বিভাগীয় সংবাদ সুনামগঞ্জে নুরুল হুদা মুকুট বিজয়ী

সুনামগঞ্জে নুরুল হুদা মুকুট বিজয়ী

1841
0

সুনামগঞ্জ: বেসরকারি ফলাফল অনুযায়ী সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট বিজয়ী হয়েছেন। ১৫টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী মুকুট পেয়েছেন ৭৮৪ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যরিস্টার এনামুল কবির ইমন পেয়েছেন ৪১৬ ভোট।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় মুকুট পেয়েছেন ৫৭, ইমন পেয়েছেন ৯ ভোট; মধ্যনগরে মুকুট ৬৮ ও ইমন ১২; জামালগঞ্জে মুকুট ৫০, ইমন ১৮; ছাতকে দুটি কেন্দ্রে মুকুট ৯৫, ইমন ৬৪; শাল্লায় মুকুট ৭১, ইমন ২২; দিরাইয়ে মুকুট ৫২, ইমন ৪৩; বিশ্বম্ভরপুরে মুকুট ৭৯, ইমন ২৭; তাহিরপুরে মুকুট ৫১, ইমন ২৩; জগন্নাথপুরে দুটি কেন্দ্রে মুকুট ৭৫, ইমন ৮০; দক্ষিণ সুনামগঞ্জে মুকুট ৩৯, ইমন ২৮; সুনামগঞ্জ সদরে মুকুট ৭৬, ইমন ১৭; দোয়াবাজারে দুটি কেন্দ্রে মুকুট পেয়েছন ৭১ ও ইমন পেয়েছেন ৭৩ ভোট।

Previous articleখালেদা জিয়া দেশের পায়ে কুড়াল মেরেছেন: দীপু মনি
Next articleজঙ্গিরা শেষ হয়েছে ভাববার সুযোগ নেই: ওবায়দুল কাদের