Home আঞ্চলিক সুনামগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

সুনামগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

442
0

সুনামগঞ্জের ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া স্থল শুল্ক স্টেশন থেকে মাদকের চালানসহ আরশ আলী ও আল-আমিন নামের দু’ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পৃথক পৃথক অভিযানে উপজেলার টেকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্ক ষ্টেশনের মোটরসাইকেল স্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া আরশ আলী উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের মৃত আবদুল হান্নান ও আল-আমিন একই গ্রামের কয়লা ব্যবসায়ী মরতুজ আলীর ছেলে।

থানা পুলিশ জানায়, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আড়ালে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্ক ষ্টেশনের মোটরসাইকেল স্ট্যান্ডে প্রকাশ্যে মাদক বিক্রয়কালে থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বিদেশী মদের বোতল ও ইয়াবাসহ আরশ এবং আল-আমিনকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের অপর সহযোগী সীমান্তের রজনীলাইন গ্রামের মৃত অছি রহমানের ছেলে চি‎হ্নিত মাদক চোরাকারবারী বিজিবির কথিত সোর্স ফিরোজ মিয়া দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ আরশ আলীর কাছ থেকে ৭ বোতল বিদেশী মদ ও আল-আমিনের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

Previous articleক্ষমতা আমাদের কাছে ভোগের বস্তু নয়, এটা আমাদের দায়িত্ব: প্রধানমন্ত্রী
Next articleখালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচন সম্ভব নয়: দুদু