Home আঞ্চলিক সুনামগঞ্জে মাদক ও পতিতাদের গডফাদার ফুলন মালা’সহ তিন জনকে আটক করেছে পুলিশ

সুনামগঞ্জে মাদক ও পতিতাদের গডফাদার ফুলন মালা’সহ তিন জনকে আটক করেছে পুলিশ

792
0

কে এম শহীদুল ইসলাম: সুনামগঞ্জ শহরের নতুন হাছন নগরের বিখ্যাত মাদক ব্যাবসায়ী ও পতিতালয়ের মালিক ফুলন মালা ও ফুলন মালার ছেলে আনোয়ার মিয়া (২৬), পুত্র বধু আকলিমা বেগম(২০) সহ তিন জনকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর থানার এস.আই আলমগীর এর নেতৃতে¦ একদল পুলিশ ঘোপন সংবাদের বৃত্তিতে অভিযান চালিয়ে ফুলন মালার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। উপস্থিত সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ফুলন মালা ও ফুলন মালার ছেলেকে ১ মাসের ও পুত্র বধুকে ১৫ দিনের জেল হাজতে প্রেরণ করা হয়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় ফুলন মালা দির্ঘদিন যাবত এলাকায় মাদক ও অসামাজিক ব্যবসা করে আসছে। তার যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। বার বার নিষেধ দেওয়া স্বত্বেও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখা যায়নি। ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ফুলন মালার পতিতালয় ভাংচুর করে এবং নতুন হাছন নগর এলাকায় কোন ধরণের অসামাজিক কার্যকলাপ করতে দেওয়া হবেনা এই সিদ্ধান্ত নেয় এলাকার যুব সমাজ। ফুলন মালা ও তার ছেলে এবং পুত্র বধুকে গ্রেফতার করার পর নতুন হাছননগর এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় সুনামগঞ্জ সদর থানার ওসি মোঃ হারুনুর রশীদ চৌধুরী কে।

Previous articleবিজন সেন রায়কে জগন্নাথপুর প্রেসক্লাবের অভিনন্দন
Next articleসরকার প্রতিহিংসার রাজনীতি করে দেশকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে: ঢালী