নাইম তালুকদার: সুনামগঞ্জ জেলাঁ শহরের তেঘরিয়া এলাকায় থেকে আলাল মিয়া(২৪) নামের এক গাজাঁ ব্যবসায়ীকে ২ কেজি গাঁজাসহ আটক করেছে র্যাব-৯৷ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে তাকে আটক করা হয়৷ আটককৃত আলাল সুনামগঞ্জ সদর উপজেলার সাখাইতি গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে৷
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকায় র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে আলালকে ২ কেজি গাঁজাসহ আটক করে৷ সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়৷ এ ব্যপারে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷ এ ব্যপারে র্যাব সুনামগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন৷