Home আঞ্চলিক সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১০ নং ওয়ার্ডে ‘সমুজ’ বিজয়ী

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১০ নং ওয়ার্ডে ‘সমুজ’ বিজয়ী

794
0

জামী আহমদ, জগন্নাথপুর: সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হুদা মুকুট। প্রাপ্ত ফলাফলে জানা যায়, ১৫টি কেন্দ্রে আলহাজ্ব নুরুল হুদা মুকুট পেয়েছে ৭৯৩ ভোট আর আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার এনামুল কবির ইমন পেয়েছেন ৪১৬ ভোট।
অপরদিকে জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া ইউনিয়ন ও দক্ষিণ সুনামগঞ্জের তিন ইউনিয়ন (দরগাপাশা, পূর্ব বীরগাঁও ও পশ্চিম বীরগাঁও) নিয়ে গঠিত ১০ নং ওয়ার্ডের সদস্যপদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনাব ‘মাহতাব উল হাসান সমুজ’। তিনি ‘বেহালা প্রতীক’ নিয়ে ২১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী সুহেল মিয়া তালা প্রতীকে ১৮ ভোট পেয়েছেন। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার কলকলিয়া ইউনিয়নের শাহজালাল মহাবিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনের সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন।

Previous articleবিত্তবানদের সম্পদের ওপর শিক্ষাকর বসাতে হবে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
Next article৭ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএনপি: রিজভী