Home আঞ্চলিক সুনামগঞ্জ সদর উপজেলায় চলছে চাঁদাবাজদের রমরমা ব্যবসা

সুনামগঞ্জ সদর উপজেলায় চলছে চাঁদাবাজদের রমরমা ব্যবসা

960
0

সুনামগঞ্জ প্রতিনিধি, সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সুরমা নদীতে প্রতিদিনই চলছে ছিনতাই ও চাঁদাবাজী বৃহস্পতিবার নদীতে সরেজমীনে গিয়ে দেখা যায়, পৈন্দার চিনহিত চাঁদাবাজ সেলিম আহমদ, পিতা মৃত আব্দুল হক ও সুনামগঞ্জ এর ইব্রাহিম পুর গ্রামের রাশেল আহমদ সহ আর ও ৩ জন মিলে নৌকার লোকজন কে অস্তের মুখে জিম্মি করে চাঁদা আদায় করছে।

এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের সাতে চাঁদা বাজদের সাথে ঘটে দাওয়া পাল্টা দাওয়া। এলাকাবাসীর দাবী সেলিম রাসেল কে গ্রেফতার করে নদীতে বালু পাতরের নৌকা যেন নিরাপদে চলাচল করতে পারে, এতে এলাকার ও মান সম্মান বজায় থাকবে।

Previous articleযুদ্ধাপরাধীদের সন্তানদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: আইনমন্ত্রী
Next articleইরাক যুদ্ধের পক্ষে ভোট দেয়া ভুল ছিল: হিলারি