Home আঞ্চলিক সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের আহ্বায়ক কমিটি গঠন

সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের আহ্বায়ক কমিটি গঠন

4030
0

সুনামগঞ্জ : গত ৩০/০৭/২০১৯ ইং তারিখে বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ সুনামগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কৃপেশ রঞ্জন দাস কে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য রা হলেন জিহাদুল হক য়ুগ্ন আহ্বায়ক সঞ্জিব তালুকদার যুগ্ন আহ্বায়ক তারেক উজ্জামান মিজানুর রহমান যুগ্ন আহ্বায়ক মোজাহিদ আলী, সোলেমান গনি চৌ,হিমেল তালুকদার, সদস্য রা হলেন অনকুল তালুকদার সঞ্জিত দাস নুর আহমেদ আব্দুল কাদির সাহিন আহমেদ বিভলু দাস বাবুল দেব আলমগির হোসাইন।

সুনামগঞ্জ জেলা তথ্য প্রযুক্তি লীহের কার্যালয় তেকে কমিটি ঘোযনা করা হয় এ সময় উপস্তিত চিলেন তথ্য প্রযুক্তি লীগের সাধারন সম্পাদক হাজী জাকির হোসেন সাহিন সহ সভাপতি সামছুজামান সাংগঠনিক সম্পাদক দিলিপ চৌ বুলু ও জেলা শাখার নেতৃবৃন্দ।

Previous articleসিলেটে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ২শ’ নতুন ২৭
Next articleসাইফউদ্দিনের সমস্যা জানতে বিদেশে পাঠাবে বিসিবি