Home আইন সুপ্রিমকোর্ট প্রাঙ্গন থেকে ‘মূর্তি’ অপসারণে আবেদন

সুপ্রিমকোর্ট প্রাঙ্গন থেকে ‘মূর্তি’ অপসারণে আবেদন

951
0

ঢাকা: সুপ্রিমকোর্ট প্রাঙ্গন ও জাতীয় ঈদগাহ ময়দানের পাশ থেকে ‘গ্রিক দেবীর মূর্তি’ অপসারণের জন্য আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ আবেদন করা হয়।
আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল হাসান শেখ শরিয়তপুরী এবং বিশ্ববার্তা ডটকমের সম্পাদক মুহম্মদ আরিফুর রহমান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান। সুপ্রিম কোর্টে সম্প্রতি ন্যায় বিচারের প্রতীক হিসেবে গ্রিক দেবীর মূর্তি স্থাপনে এ দেশের জনগণ বিস্মিত হয়েছে।

এই মূর্তি স্থাপন সংবিধানের ১২ ও ২৩ অনুচ্ছেদের পরিপন্থী উল্লেখ করে বলা হয়, ১৯৪৮ ইং সালে এই কোর্ট স্থাপিত হয়। ন্যায় বিচারের প্রতীক হিসেবে ছিল ‘দাঁড়িপাল্লা’। বিগত ৬৮ বছর ধরে কেউ এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। হঠাৎ করে দাঁড়িপাল্লার জায়গায় গ্রিক দেবীর মূর্তি স্থাপন বোধগম্য নয়।

মূর্তি অপসারণে আহ্বান জানিয়ে আবেদনে বলা হয়, সুপ্রিমকোর্টের পাশে জাতীয় ঈদগাহ ময়দান। সালাতে সালাম ফেরানোর সময় চোখে পড়ে গ্রিক দেবীর মূর্তি, যা একত্ববাদের সঙ্গে সাংঘর্ষিক।

Previous articleসিলেটে রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদন্ড
Next articleঅস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ধমকালেন ট্রাম্প