ঢাকা: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি শেষ। দুজনেরই রায় হবে আজ। বুধবার বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়কে কেন্দ্র করে গতকালের মতো আজও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মাজার গেট, মূল গেট, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পুলিশ, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোর থেকেই নিরাপত্তাকর্মীরা এই এলাকায় অবস্থান নিয়েছেন। সকাল থেকেই হাইকোর্ট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। তারা এলাকায় আসার সময় প্রত্যেকের তল্লাশি করছেন।