Home জাতীয় সুরঞ্জিত সেনগুপ্ত লাইফ সাপোর্টে, গুজবে কান দেবেন না

সুরঞ্জিত সেনগুপ্ত লাইফ সাপোর্টে, গুজবে কান দেবেন না

482
0

ঢাকা: গুরুতর অসুস্থ আওয়ামী লীগ নেতা সুরিঞ্জত সেনগুপ্ত জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার সকালে তাকে ল্যাব এইডে ভর্তি করা হয়। এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ল্যাব এইডের পরিচালক (মিডিয়া) সাইফুর রহমান লেনিন জানান, এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আপাতত বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই। রোববার সকালে মেডিকেল বোর্ড বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার পর সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়িয়ে পরে। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, সুরঞ্জিত সেনগুপ্ত এখনো বেঁচে আছেন। তার হার্টবিট চালু রয়েছে। এ অবস্থায় গুজবে কেউ কান দেবেন না।

Previous articleরাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: হানিফ
Next articleহত্যাকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী