
ঢাকা: স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নারায়ণঞ্জ সিটি নির্বাচনের প্রসঙ্গ এনে আওয়ামী লীগের এ নেতা বলেন, নির্বাচন কমিশন হুকুম করলেই সেনা মোতায়েন করতে হবে, এটা সাংবিধানিকভাবে ঠিক নয়। এ সময় সুরঞ্জিত বলেন, নির্বাচনী প্রচারণায় সজীব ওয়াজেদ জয়ের নামার খবরে বিএনপি ভীত হচ্ছে কেন?
বর্ষবরণ অনুষ্ঠানে নারীর শ্লীলতাহানির ঘটনার সময় পুলিশের নিষ্ক্রিয়তায় সরকার বিব্রত বলে মন্তব্য করে সুরঞ্জিত আরো বলেন, যারা দেশকে জঙ্গিবাদের দিকে নিয়ে যেতে চায় এ ঘটনা তারাই ঘটিয়েছে।