Home আঞ্চলিক সৈয়দপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক উপস্থিতিতে পথসভা অনুষ্ঠিত

সৈয়দপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক উপস্থিতিতে পথসভা অনুষ্ঠিত

436
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমানের ধানের শীষের সমর্থনে সৈয়দপুর বাজারে ব্যাপক গনমানুষের উপস্থিতিতে পথসভা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা সৈয়দ আব্দুর রকিবের সভাপতিত্বে ও বিএনপি নেতা সৈয়দ মোসাব্বির আহমদের পরিচালনায় অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি লেঃ কর্ণেল অব. সৈয়দ অালী অাহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, যুক্তরাজ্য বিএনপি নেতা সৈয়দ ছালেহ অাহমদ সালিক মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অামেরিকা প্রবাসি সৈয়দ শিলা মিয়া, সৈয়দ খাইরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসি সুহেল অাহমদ, মনির উদ্দিন মিম্বর খান, ছাত্রদল নেতা সৈয়দ মারুফ অাহমদ, সুজেল খান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ অালী অাহমদ দুলা, কবি সৈয়দ অাজমল হোসেন, অানসাফ অাহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান কোরেশি, সেক্রেটারী সৈয়দ ইসহাক অাহমদ, রাহিন তালুকদার, সৈয়দ মিজান অাহমদ, সৈয়দ অাবু বক্কর, সৈয়দ মোহাদ্দিস অাহমদ, ছাত্রনেতা শামসুল ইসলাম জাবির, মহসিন অাহমদ, সৈয়দ ইসলাম উদ্দিন, জামিল খান প্রমুখ।

Previous articleনৌকার বিপক্ষে কাজ করলে কঠিন শাস্তি পেতে হবে: জেলা ছাত্রলীগ সভাপতি
Next articleটাকায় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি হয়: ব্যারিস্টার তুরিন আফরোজ