Home জাতীয় সোমবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুক্রবার

সোমবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুক্রবার

1153
0

student 07
ঢাকা: আগামীকাল সোমবার অনুষ্ঠিতব্য মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার বেলা ১২টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী।
এর আগে পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে সকাল ১০টার দিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা সচিব নজরুল ইসলাম খানসহ শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী জানান, আগামীকালের বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা হওয়ার পরীক্ষা আগামী শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া অন্য পরীক্ষাগুলো নির্দিষ্ট তারিখে যথাসময়ে অনুষ্ঠিত হবে। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
আগামীকাল সোমবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো, যাতে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নেবেন। প্রথম দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা হওয়ার সূচি রয়েছে। এর আগে ২০১৩ সালে বিএনপি-জামায়াতের হরতালে এসএসসির ৩৭টি বিষয় এবং এইচএসসির ৪১টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।

Previous articleরাজনৈতিক অস্থিরতা বন্ধে রাজপথে নামছেন ব্যবসায়ীরা
Next articleআপনি বিনা ভোটে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন: কাদের সিদ্দিকী