Home জাতীয় সোহরাওয়ার্দীর জীবন-কর্ম নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে: রাষ্ট্রপতি

সোহরাওয়ার্দীর জীবন-কর্ম নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে: রাষ্ট্রপতি

414
0

Abdul hamid 03
ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হাসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মকে গণতান্ত্রিক চিন্তা-চেতনা ও জনগণের সার্বিক কল্যাণে উদ্বুদ্ধ করবে। তিনি বলেন, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্র প্রতিষ্ঠা, বিকাশ ও এতদাঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়নে যে অবদান রেখে গেছেন তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন।
বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এক উজ্জ্বলতম নাম উল্লেখ করে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী ছিলেন একাধারে প্রতিভাবান রাজনৈতিক সংগঠক, আইনজ্ঞ, বঙ্গীয় ব্যবস্থাপক সভা ও গণপরিষদের সদস্য, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীসহ তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি (সোহরাওয়ার্দী ) তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে শ্রমিক ও মেহনতি মানুষসহ বিভাগপূর্ব অবহেলিত মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় তৎপর ছিলেন। রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আত্মার মাগফিরাত কামনা করেন।

Previous articleখালেদার গভীর রাতের ষড়যন্ত্র সফল হবেনা: কামরুল
Next articleশিশুকে ধর্ষণ চেষ্টায় আ’লীগ নেতা পৌর কাউন্সিলর গ্রেপ্তার